বাংলাদেশে ইন্টারনেট সেবা নিয়ে দীর্ঘদিন ধরে চলা সমস্যা এবং ইন্টারনেট শাটডাউনের অবস্থা পরিবর্তন করার জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ বিষয়টি তুলে ধরেন।
শফিকুল আলম তার পোস্টে লিখেছেন, ‘‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ১৬ বছর ধরে একাধিকবার ইন্টারনেট বন্ধ করেছে। বিক্ষোভ বা বিরোধী আন্দোলন দমনে একনায়ক সরকার এবং শাসকরা একে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এই ধরনের বন্ধের ফলে লাখো ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই তাদের চাকরি এবং চুক্তি চিরতরে হারিয়েছেন।’’
এছাড়া তিনি বলেন, ‘‘স্টারলিংক সেবা বাংলাদেশের বাজারে আসার ফলে ভবিষ্যতে কোনো সরকার সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবে না। এর মাধ্যমে বিপিও প্রতিষ্ঠান, কল সেন্টার, ফ্রিল্যান্সার এবং সাধারণ জনগণের সেবা ব্যাহত হবে না।’’
বাসস জানিয়েছে, ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে আলোচনা করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র অন্বেষণের পাশাপাশি বাংলাদেশে স্টারলিংক সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলাপ করেন তাঁরা। জাতীয় উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে মুহাম্মদ ইউনূস স্টারলিংক পরিষেবার সম্ভাব্য প্রবর্তনের জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাস্ক তাতে ইতিবাচক সাড়া দেন। তিনি বলেন, ‘আমি এর অপেক্ষায় আছি।’
মুহাম্মদ ইউনূস স্টারলিংকের সম্ভাব্য প্রবর্তন সম্পর্কে ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাস্ক তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দেন এবং বলেন, ‘‘আমি এর জন্য অপেক্ষায় আছি।’’

স্টারলিংক সেবাটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে স্যাটেলাইটের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সেবা সরবরাহ করবে।
এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে সাধারণত ইন্টারনেট সেবা পৌঁছানো কঠিন, সেখানে উন্নত মানের সেবা পৌঁছানোর আশা করা হচ্ছে।
বাংলাদেশে এই সেবা চালু হওয়ার ফলে বিপিও, কল সেন্টার, ফ্রিল্যান্সার এবং অন্যান্য ডিজিটাল পেশার সঙ্গে যুক্ত মানুষের কাজের ক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং তারা আন্তর্জাতিক বাজারে আরও ভালভাবে প্রতিযোগিতা করতে সক্ষম হবেন। এর ফলে জাতীয় অর্থনীতিতেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এই পদক্ষেপটি বাংলাদেশে ডিজিটাল সংযোগ উন্নয়ন এবং উন্নত প্রযুক্তির দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
পড়ুন: অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজে কেন অন্তর্ভুক্ত নয়: হাইকোর্ট
দেখুন: স্টারলিংক: সেবায় উন্নতি হলেও নিরাপত্তা ঝুঁকি বাড়বে’ |
ইম/