০৮/১১/২০২৫, ৯:১৮ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ৯:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইন্টার মায়ামিতে ইতিহাস গড়লেন মেসি

চলতি মৌসুমে শুরুটা ভাল হয়নি ইন্টার মায়ামি এবং লিওনেল মেসির। তকিন্তু বল পায়েই জবাব দিলেন আর্জেন্টাইন মহাতারকা। আগের ম্যাচে করেছিলেন জোড়া গোল। আজকের ম্যাচেও হলো তাই।

রোববার সকালে মেসি অবশ্য দুই অ্যাসিস্টও করেছেন। মেসির জোড়া গোল এবং জোড়া অ্যাসিস্টে কলম্বাসকে ৫-১ গোল উড়িয়ে দিয়েছে মায়ামি। আর এদিন রেকর্ডের পাতাতেও তুলেছেন নিজের নাম। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটির এখন সর্বোচ্চ গোলদাতা মেসিইই।

ইন্টার মায়ামির হয়ে ২৯ গোল ছিল মেসিরই আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের। কলম্বাসের বিপক্ষে জোড়া গোল করে তাকে টপকে গেলেন মেসি। এই মুহূর্তে মায়ামির গোলাপি জার্সিতে মেসির গোল ৩১ টি।

কলম্বাসের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি লিড নেয় ১৩ মিনিটের মাথায়। মেসির দুর্দান্ত এক লং পাস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন এই আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দে। ২ মিনিট পর কলম্বাস গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোল করে বসেন মেসি নিজেই।

২৪ মিনিটের নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে কলম্বাসকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেন মেসি। মাঝমাঠ থেকে বুসকেতসের বাড়ানো বল গোলরক্ষকের মাথার ওপর দারুণ এক চিপ করে গোল করেন এলএমটেন।

বিরতির পর ৫৮ মিনিটে এক গোল করে শোধ করে কলম্বাস। এরপর ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান ৪-১-এ নিয়ে যায় মায়ামি। আর ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে বল পেয়ে মায়ামির হয়ে ৫ম ও শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট।

এই জয়ে এমএলএসের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মায়ামি। ১৮ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে মায়ামির পয়েন্ট এখন ২৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে মেসিরা এখনো পিছিয়ে ৫ পয়েন্টে। তবে ফিলাডেলফিয়ার চেয়ে এক ম্যাচ কম খেলেছে মায়ামি।

বিজ্ঞাপন

পড়ুন: লিওনেল মেসির গোলে মায়ামির জয়

দেখুন: মাঠে নেমেই ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন