জাতীয় নারী ফুটবল দল জর্ডানের ত্রিদেশীয় সিরিজ খেলছে। আজ জর্ডানের আম্মানে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের মেয়েরা।
ইন্দোনেশিয়া নারী ফুটবলে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৪২ ধাপ এগিয়ে। সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে তাদের অবস্থান ৯১ আর বাংলাদেশের ১৩৩। এত বড় ব্যবধানের দলের বিপক্ষে ড্র করা আপাতদৃষ্টিতে ইতিবাচক ফলাফলই। যদিও ত্রিশ ধাপের বেশি এগিয়ে থাকা মালয়েশিয়াকে বাংলাদেশ নারী ফুটবল দল ঘরের মাঠে বড় ব্যবধানেই হারিয়েছিল।
জর্ডানের আম্মানে বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যায়নি। জর্ডান বা বাংলাদেশ কোনো ফুটবল ফেডারেশনই ম্যাচটি সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমের ব্যবস্থা করেনি। ফলে বাংলাদেশের নারী ফুটবলাররা কেমন খেলেছে সেটা স্পষ্টত বোঝা যায়নি।
বৃটিশ কোচ পিটার বাটলার বিদ্রোহী ফুটবলারদের কয়েকজনকে দলে ডেকেছিলেন। ঋতুপর্ণা, মনিকা, রুপ্না,শামসুন্নাহার এদের আজ একাদশেও খেলিয়েছেন।
বাংলাদেশ নারী ফুটবল দল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলেছিল। সেই সফরে বাটলারকে এড়িয়ে চলা ১৮ জন যাননি। সিনিয়র ফুটবলাররা না যাওয়ায় বাংলাদেশ দুই ম্যাচেই হেরেছে। আজকের ম্যাচ না দেখা গেলেও কোচের বক্তব্যে প্রমাণিত সিনিয়র ফুটবলাররা দলে যোগ দেয়ায় দলীয় শক্তি ও পারফরম্যান্স বেড়েছে।
বাংলাদেশ ৩ জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে।
পড়ুন : বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট সোল্ড আউট : বাফুফে

