17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো শপথ নিলেন

বিশ্বের চতুর্থতম বৃহৎ জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পার্লামেন্টে শপথ নিয়েছেন সাবেক জেনারেল প্রাবোয়ো সবিয়ান্তো। 

আজ রবিবার (২০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে এএফপি।

দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিতব্য এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হলেন।

এএফপি জানিয়েছে, সামরিক বাহিনীতে থাকাকালীন তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল।

প্রাবোয়ো সবিয়ান্তো বলেন, ‘আমার সর্বোচ্চ সক্ষমতার বিচারে ন্যায়সঙ্গতভাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন, সংবিধানকে সমুন্নত রাখা ও কঠোরভাবে সব ধরনের আইন ও নীতিমালা বাস্তবায়নের অঙ্গীকার করছি।’

সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখতে আগ্রহী। তার নেতৃত্বে বিশ্ব মঞ্চে ইন্দোনেশিয়া আরও সরব থাকবে, এমন মন্তব্য করেছেন তিনি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং সহ ২০-৩০ জন বিদেশি কূটনীতিক অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন