০৮/১১/২০২৫, ০:২৬ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা : তদন্তের দায়িত্ব পেল সিআইডি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার তদন্তভার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম-রেঞ্জ) জান্নাতুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মামলাটি নম্বর–২ (৪ আগস্ট) কার্যবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় দায়ের হয়েছে। এর তদন্তভার এখন থেকে সিআইডি সম্পন্ন করবে।

ইবি থানা সূত্রে জানা গেছে, সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ গত ৪ আগস্ট থানায় মামলা করেন এবং তদন্তভার সিআইডির কাছে হস্তান্তরের দাবি জানান। সে অনুযায়ী মৌখিক নির্দেশনার ভিত্তিতে সিআইডি ইতিমধ্যেই তদন্ত শুরু করে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সাজিদের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে হত্যা মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে হস্তান্তরের ব্যাপারে তখনি আমরা কাজ শুরু করেছিলাম। বিধি মোতাবেক পুলিশ হেডকোয়ার্টারে আবেদনটি জমা দেওয়া হয়েছে। পরে সিআইডির কাছে তদন্তভার হস্তান্তরের অনুমোদন আসে।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। ভিসেরা প্রতিবেদনে জানা যায়, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। ঘটনার প্রায় দুই মাস পর আনুষ্ঠানিকভাবে মামলার তদন্তভার পেল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

বিজ্ঞাপন

পড়ুন: রাজনৈতিক দলগুলোর প্রতি আত্মজিজ্ঞাসার আহ্বান টিআইবির

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন