ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেনো ক্রিকেটের উৎসব। দুই দলের মহারণ নিয়ে ফ্যানদের আগ্রহটাও আকাশচুম্বী। সুপার সানডেতে ভারত-পাকিস্তানের সুপার লড়াই শুরু রাত সাড়ে আটটায়। এবার বিশ্বকাপে দুই দলই ছিল ফেভারিট। কিন্তু দুই দলের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে ভিন্নভাবে। একদিকে যেমন, নিউইয়র্কে প্রথম ম্যাচ জিতে বেশ চনমনে মাইটি ইন্ডিয়া। অন্যদিকে মার্কিনদের কাছে হেরে পাক শিবিরে বিশ্বকাপ যাত্রা থামার শঙ্কা।
যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চোটের কারণে পাকিস্তানের একাদশে স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম খেলতে পারেননি। তবে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের হয়ে খেলতে দেখা যাবে এ পাকিস্তানি অলরাউন্ডারকে। চোট কাটিয়ে দলে ফিরছেন ইমাদ। ভারতের বিপক্ষে তিনি অবশ্যই খেলবেন বলা যায়।
ইমাদকে জায়গা করে দিতে কে বাদ পড়বেন এই ম্যাচে? এ প্রশ্নের উত্তর খুঁজতে মার্কিনদের বিপক্ষে পাকিস্তানের খেলোয়াড়দের পারফরম্যান্সটা একটু দেখে আসা যেতে পারে। পাকিস্তানের বিশ্বকাপের প্রথম ম্যাচে তেমন কিছু করতে পারেননি পাকিস্তানের কেউই।
তবে সবচেয়ে ব্যর্থ বলা যায় উইকেটকিপার-ব্যাটসম্যান আজম খানকে। পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান মঈন খানের ছেলে সেই ম্যাচে কোনো রানই করতে পারেননি। ম্যাচটিতে কিপিং করেছেন মোহাম্মদ রিজওয়ান। তাই বলা যায় ওই ম্যাচজা আজম খানের দলের জন্য কোনো ভূমিকাই ছিল না। আজম খান ফর্মেই নেই । পাকিস্তানের হয়ে ১৪ ম্যাচ খেলে শূন্য রানেই আউট হয়েছেন চারবার। রান করেছেন মাত্র ৮ গড়ে।
তাই আজ ইমাদকে জায়গা করে দিতে বাদ পড়ার কথা আজম খানের। এছাড়া একাদশে আর কোনো পরিবর্তন আসবে কি না, সেটা বোঝার জন্য তাকানো যেতে পারে নিউইয়র্কের আবহাওয়ার পূর্বাভাসে।
নিউ ইয়র্কে আজ ভারত-পাকিস্তান ম্যাচের আগে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। আকাশ বেশির ভাগ সময়ই মেঘলা থাকবে। সেদিক থেকে বিবেচনা করলে ভারতের বিপক্ষেও পাকিস্তান চার পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রউফকে নিয়ে খেলতে পারে। তবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেট যদি স্পিন-বান্ধব হয়, তাহলে ইমাদ ও শাদাব খানের সঙ্গে বাড়তি স্পিনার হিসেবে আবরার আহমেদকেও খেলাতে পারে পাকিস্তান।
ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ হতে পারে মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ, আবরার আহমেদ, নাসিম শাহ।