28.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

গাংনীর চিৎলাতে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে বিশেষ ঈদ উপহার বিতরণ

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চিৎলাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং সাবেক ইউপি সদস্য, ধানখোলা ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য শফিউর রহমান টমার সার্বিক দিকনির্দেশনায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে বিশেষ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাতে ব্যক্তিগত উদ্যোগে এই উপহার বিতরণ করেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক ও তরুণ সাংবাদিক মামুন অর রশিদ বিজন।

ঈদ উপহার পেয়ে স্থানীয় ইমাম ও মুয়াজ্জিনরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

আয়োজকরা জানান, ধর্মীয় নেতাদের সম্মান জানানো এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ধানখোলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হলো।

পড়ুন: এতিম শিক্ষার্থীদের ঈদ উপহার দিলেন হাজী বশির আহমেদ

দেখুন: ঈদ শপিংয়ে পাকিস্তানী পোশাকের চাহিদা বেশি কেন? | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন