17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

ইমার্জিং এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপের জন্য বাংলাদেশ এ দল ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১৩ অক্টোবর) আকবর আলীকে অধিনায়ক করে দল ঘোষণা করে বিসিবি।

চলতি মাসের ১৮ তারিখ থেকে ওমানে অনুষ্ঠিত হবে পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ।

ঘোষিত দলে রয়েছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার। 

তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিকদের মতো জাতীয় দলের খেলোয়াড়রা রয়েছেন দলে। এছাড়া তরুণ খেলোয়াড় হিসেবে দলে আছেন জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকরা। 

১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। 

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল- 

আকবর আলী (অধিনায়ক), সাইফ হোসেন (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটওয়ারি, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, মারুফ মৃধা। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন