ইরানের পাশাপাশি ইয়েমেন থেকেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে। শনিবার (১৪ জুন) রাতভর ইরানের পাশাপাশি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি। আক্রমণের ফলে ইসরাইলিরা বারবার আশ্রয়কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয়।
আল জাজিরার প্রতিবেদন মতে, শনিবার (১৪ জুন) ইরানজুড়ে দ্বিতীয় দিনের মতো বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরায়েল। এ হামলায় তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন লাগে। জবাবে রাতে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই শনিবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুতিরা। এটা গত এক সপ্তাহের মধ্যে তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। তবে এসব হামলা কোথায় কিভাবে করা হয়েছে তা আল জাজিরার বিস্তারিত জানানো হয়নি।
এর আগে গত মঙ্গলবার (১০ জুন) তারা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ওইদিন এক ঘোষণায় গোষ্ঠীটি জানায়, তারা দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েল হুতিদের দখলে থাকা ইয়েমেনের হোদেইদা বন্দরে বিমান হামলা চালায়।
পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত দুই শতাধিক
এস