20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুদ পেজেশকিয়ান

ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশিকিয়ান। দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ জালিলিকে হারিয়ে এই বিজয় অর্জন করেন তিনি। আজ শনিবার (৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সূত্রে এ তথ্য জানা গেছে।

ভোটার টার্নআউটের হার নিম্ন হওয়ায় গতকাল শুক্রবার (৫ জুলাই) দ্বিতীয় দফা ভোট বা রান-অফে গড়ায় নির্বাচন। এবারের নির্বাচনে লড়াই হয়েছে মূলত সাঈদ জালিলি ও মাসুদ পেজেশকিয়ানের মধ্যে।

গতকাল নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল থেকে জানা গেছে, মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৬৩ লাখ ভোট এবং সাঈদ জলিলি পেয়েছেন ১ কোটি ৩৫ লাখ ভোট। ফলাফল ঘোষণার পরপরই রাজধানী তেহরানসহ অন্যান্য শহরে বিজয় উদযাপন করতে নেমেছিলো পেজেশকিয়ানের সমর্থকরা।

এবারের নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৬ জন। তারা হলেন মাসুদ পেজেশকিয়ান মোস্তফা পুরমোহাম্মাদী, সাঈদ জালিলি, মোহাম্মদ বাকের কলিবফ, আলী রেজা যাকানি ও সাইয়্যেদ আমির হোসেন কাজীজাদেহ হাশেমি।

গত ২০মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে বিমান দুর্ঘটনায় নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যুর পর ২৮ জুন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশটিতে ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থি সরকার।

ইরানের ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। প্রেসিডেন্ট মূলত তার প্রধান সহকারী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন