১৯/০৭/২০২৫, ১:৫৬ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ১:৫৬ পূর্বাহ্ণ

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ২, আহত বেড়ে ৬৩

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত দু’জন নিহত হয়েছেন এবং মোট আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬৩ জনে। ইসরায়েলের সরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম এবং সেখানকার সম্প্রাচার সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিশ্চিত করেছে এ তথ্য।

এক বিবৃতিতে মাগেন ডেভিড অ্যাডোম জানিয়েছে, শুক্রবার শেষ রাতে মধ্য ইসরায়েলের রিশন লেজিওন এলাকার একটি আবাসিক ভবনে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন, আহত হন আরও ২০ জন।

নিহত ব্যক্তির নাম-পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। রিশন লেজিয়নে হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের তেল আবিবে নিহত হয়েছিলেন এক নারী।

এদিকে শনিবার এক প্রতিবেদন ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬৩ জনে। তাদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৪ শতাধিক ফিলিস্তিনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

শুক্রবার ভোরে ইসরায়েলের বিমান হামলার জবাবে সেদিন রাতে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলেছে ইসরায়েল। তবে কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি।

ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েরের রামাত গান শহরের ৯টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে।

পড়ুন: ইরানের অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন