26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

পদত্যাগের ঘোষণা দিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট

ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পদত্যাগপত্র পোস্ট করে তিনি এ ঘোষণা দেন। পদত্যাগপত্রে জাভেদ জারিফ উল্লেখ করেছেন, গত ছয় মাস তাঁর ৪০ বছরের রাজনৈতিক জীবনের সবচেয়ে তিক্ত সময় ছিল। এই সময়ে তিনি এবং তাঁর পরিবারকে নানা অপমান ও অপবাদ সহ্য করতে হয়েছে। পদত্যাগপত্রে তিনি আরও লেখেন, “জাতীয় স্বার্থে ছোটখাটো ভূমিকা রাখার জন্য গত চার দশকে অসংখ্য অপমান সহ্য করেছি, কিন্তু দেশের স্বার্থে আমি সব সময় চুপ ছিলাম। আশা করছি, আমার পদত্যাগের মধ্য দিয়ে সরকারের সফলতার পথে বাধা দূর হবে।”

জাভেদ জারিফের পদত্যাগের পেছনে অনেকেরই সমালোচনা ছিল। সমালোচকরা দাবি করেন, তাঁকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়ে ইরানের সংবিধান লঙ্ঘন করা হয়েছে, কারণ তাঁর সন্তানেরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে। কিছু রক্ষণশীল রাজনীতিবিদ, বিশেষ করে পেজেশকিয়ান মন্ত্রিসভায়, জাভেদ জারিফকে অপসারণের জন্য দাবি জানিয়েছিলেন।

এছাড়া, ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হিম্মাতি,

যিনি দেশের অর্থনীতির অব্যবস্থাপনার জন্য সমালোচিত হয়েছিলেন, তাকে পার্লামেন্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হিম্মাতির বিরুদ্ধে পার্লামেন্টে ভোট হয়, যেখানে ১৮২ জন এমপি তাঁর বিপক্ষে ভোট দেন এবং ৮৯ জন এমপি পক্ষে ভোট দেন। হিম্মাতির অব্যাহতির পর, ইরানি রিয়ালের মান ব্যাপকভাবে কমে গেছে, যা দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

জাভেদ জারিফের পদত্যাগের পর প্রেসিডেন্ট পেজেশকিয়ান বা তাঁর দপ্তরের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে পদত্যাগের পর তিনি তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ ৪০ বছর এবং পরমাণু চুক্তি, যুদ্ধের অবসানসহ গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, তাঁর পদত্যাগ সরকারের উপর চাপ সৃষ্টি না করার জন্য এবং দেশের স্বার্থে নতুন পথ খোলার লক্ষ্যে।

২০১৫ সালে পশ্চিমাদের সঙ্গে পরমাণু চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জাভেদ জারিফ, সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির আমলে ৮ বছর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর পদত্যাগের এই ঘটনার মাধ্যমে ইরানে চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি আরও গভীর হতে পারে।

পড়ুন : ইসরায়েলি প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড চান ইরানের সর্বোচ্চ নেতা

দেখুন : ১৯ মার্চ ইরানের গোপন অস্ত্র উন্মোচন! Su 35 এর ঈগল স্ট্রাইক | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন