ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সাথে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। তবে ইরানে ইসারায়েলের হামলাকে আত্মরক্ষার অংশ হিসেবে দেখছে হোয়াইট হাউজ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ইরানের ওপর ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা করবেন। এক মার্কিন কর্মকর্তা বিবিসির ইউএস নিউজ পার্টনারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকেও ইসরায়েলি হামলা সম্পর্কে অবহিত করা হয়ের্ছে। তিনি এর ওপর কড়া নজর রাখছেন।
প্রসঙ্গত, প্রায় এক মাস আগে, ইসরায়েলের ওপর প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর থেকে ইরানের ওপর ইসরায়েলের হামলা প্রত্যাশা করা হচ্ছিল। অবশেষে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।