১৫/০৭/২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
30.3 C
Dhaka
১৫/০৭/২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ

এবার ইরানের পর পাকিস্তানকে হুমকি

ইরানের পর এবার বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ পাকিস্তানকে হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক মন্ত্রী মেইর মাসরি। তিনি বলেছেন, ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি।

গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিকমাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বে টুইটার) আরবি ও উর্দু ভাষায় পোস্ট করে এই হুমকি দেন।

মেইর মাসরি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। আপনার উপলব্ধিই যথেষ্ট।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, মেইর মাসরি বর্তমানে ইসরায়েলের কোনো সরকারি পদে নেই, তবে তিনি ইসরায়েলের রাজনীতি ও কৌশলগত মহলে এখনও প্রভাবশালী, বিশেষ করে লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একজন হিসেবে।

এদিকে, সাবেক এই ইসরায়েলি মন্ত্রীর হুমকির পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির মন্তব্যের নিন্দা জানান। কেউ কেউ বলেন, এমন বক্তব্য পাকিস্তানের জাতীয় ঐক্য ও প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে। আবার অনেকে ইঙ্গিত দেন, পাকিস্তান অতীতে কূটনৈতিকভাবে সংযম দেখালেও, তার পারমাণবিক সক্ষমতা একটি বাস্তবিক প্রতিরোধ শক্তি। 

এর আগেই অবশ্য গত সোমবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেন। তিনি বলেন, আমাদের বার্তা খুবই পরিষ্কার-ইসরায়েল যেন পাকিস্তানের দিকে চোখ তুলে না তাকায়। পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম বলেও জানান তিনি।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, সামাজিকমাধ্যমে ঘুরতে থাকা কিছু গুজবেও দাবি করা হচ্ছিল, পাকিস্তান ইরানের ওপর আক্রমণের জবাবে ইসরায়েলে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। তবে পাকিস্তানি সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবি অস্বীকার করে আসছে।

এনএ/

দেখুন: ইরানে আবারও ইসরাইলের ভ/য়ং/ক/র হা/ম/লা

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন