ইরানের লাগাতার হামলায় ইসরায়েল জর্জরিত। আর ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বের মানুষকে আনন্দ দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন খামেনি।
সেই ভিডিওতে শুরুতেই দেখা যাচ্ছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলা ও লোকজনের ওপর চালানো সহিংসতার দৃশ্য।
এরপর ভিডিওতে দেখানো হয়, ইসরাইলের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেসব ক্ষেপণাস্ত্রের ফলে ইসরাইলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের চিত্র।
ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে-এমন ক্ষেপণাস্ত্র, যা বিশ্বের সম্মানিত ও মর্যাদাবান মানুষদের আনন্দ দিয়েছে।
এনএ/