১৯/০৭/২০২৫, ১:৫৯ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ১:৫৯ পূর্বাহ্ণ

ইরান-ইসরায়েল সংঘাতে বড় সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়া

ইরান-ইসরায়েল সংঘাতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় এবার অস্ট্রেলিয়া একটি বড় সিদ্ধান্ত নিল। অস্ট্রেলিয়া ইরানের রাজধানী তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে। একই সঙ্গে ইরানে নিযুক্ত অস্ট্রেলীয়ার সব কর্মীকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এসব তথ্য জানিয়েছেন।

আজ শুক্রবার (২০ জুন) ভোরে আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইরানে ক্রমাবনত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে অস্ট্রেলিয়ান সরকার তেহরানে কর্মরত সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সেখান থেকে চলে আসার নির্দেশ দিয়েছে।

তিনি আরও জানান, ইরান ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ান নাগরিকদের সহায়তার জন্য কনসুলার স্টাফদের পার্শ্ববর্তী আজারবাইজান ও সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে।

ওং বলেন, আমরা অন্যান্য অংশীদার দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। তবে বর্তমানে মাটিতে পরিস্থিতির কারণে কনসুলার সেবা সচল রাখা হয়েছে অত্যন্ত সীমিত পর্যায়ে। আকাশপথও বন্ধ রয়েছে।

অস্ট্রেলিয়ার ইরান দূতাবাসের রাষ্ট্রদূত ইয়ান ম্যাককনভিল আঞ্চলিক পর্যায়ে থেকেই সরকারের প্রতিক্রিয়া সমন্বয় করবেন বলেও জানান তিনি।

সরকারি তথ্য অনুযায়ী, ইরানে অবস্থানরত ১,৫০০ এর বেশি অস্ট্রেলিয়ান ও তাদের পরিবারের সদস্যরা দেশ ছাড়তে সহায়তার জন্য অনুরোধ করেছেন। এদিকে নিউজিল্যান্ড চীনের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কের কারণে কুক দ্বীপপুঞ্জে বরাদ্দকৃত কোটি কোটি ডলারের বাজেট সহায়তা স্থগিত করেছে।

এনএ/

দেখুন: ইরান-ইসরাইল নিয়ে কি কথা হলো ট্রাম্প-পুতিনের?

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন