16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

ইলিশের দর দেশে ১৬৫০ টাকা, রপ্তানি ১১৮০ টাকায়

বাজারে এক কেজির ইলিশের দাম কেজি প্রতি ১৭শ থেকে ২ হাজার। তবে ভারতে রপ্তানী হয়েছে ১১৮০ টাকা দরে। তবে পশ্চিমবঙ্গের খুচরা পদ্মার ইলিশ প্রায় ১৬শ রূপী। দামের এমন পার্থক্য নিয়ে প্রশ্ন উঠেছে।

দুর্গা পূজায় ভারতে বাড়ে পদ্মার ইলিশের চাহিদা। নানা নাটকীয়তার পর দেশটিতে মাছটি পাঠিয়েছে সরকার। তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি নেই রপ্তানিমূল্যের। দেশের বাজারে প্রতি কেজি ইলিশ অন্তত ১৭শ টাকা। একই আকারের ইলিশ ভারতে রপ্তানি হয়েছে প্রায় ৫০০ টাকা কমে হচ্ছে।

বুধবার বাংলাদশের ইলিশের প্রথম চালান যায় ভারতে। পশ্চিমবঙ্গের বাজারে সে মাছ উঠেছে গতকাল। দাম পড়ছে ১৬০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় ২১শ টাকার কাছাকাছি।

দেশীয় বাজারে যে ইলিশ কেজি ১৬৫০ করে বিক্রি হচ্ছে। আকারভেদে দাম ২ হাজার টাকা করে বিক্রি হতে দেখা গিয়েছে। এদিকে বাজারে গিয়ে ইলিশের দামে হতাশ সাধারন ভোক্তারা।

দুই দেশের বাজারেই ইলিশের প্রকৃত দাম কাছাকাছি। অথচ ভারতের আমদানি পণ্য হিসেবে সেখানে এই দাম বেশি হাওয়াটাই স্বাভাবিক। মানুষ মনে করছে বাংলাদেশ ইলিশ রপ্তানিই করেছি কম দরে।

কেবল দুর্গাপূজা উপলক্ষেই ভারতে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। এবার দেশটিতে যাচ্ছে ২,৪২০ মেট্রিক টন ইলিশ। আগামী ১৩ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন