১৪/০৬/২০২৫, ১৩:২৮ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৩:২৮ অপরাহ্ণ

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে শনিবার ফের অবস্থান কর্মসূচি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে ফের শনিবার কর্মসূচি পালন করবে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মসূচি পালনের পর নগরভবন ছেড়েছে তারা।

বৃহস্পতিবার (১৫ মে) গুলিস্থান ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হোন তারা। দুপুর পর্যন্ত চলা কর্মসূচিতে দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ইশরাকের পক্ষে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হোন।

বিভিন্ন ওয়ার্ডের নেতারা তাদের বক্তব্যে বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা টাল বাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।

সব শেষ আগামী শনিবার সকালে নগরভবনে একইভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

পড়ুন: ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে কাল অবস্থান কর্মসূচি

দেখুন: ডেঙ্গু পরিস্থিতির জন্য দুই মেয়রকে দুষলেন ইশরাক

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন