34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ হবে সোহরাওয়ার্দী উদ্যানে

ফিলিস্তিনে চলমান ইসরাইলি গণহত্যার প্রতিবাদে আগামীকাল শনিবার (১২ এপ্রিল) রাজধানীতে আয়োজন করা হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি৷

নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম বলে জানান আয়োজকরা৷ তাদের দাবি সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এ প্রতিবাদ কর্মসূচিতে৷


নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু হয়ে প্রতিবাদ র‌্যালি আসবে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে র‌্যালি পরবর্তী সভায় একই মঞ্চে দেখা যাবে দেশের রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দের। এরইমধ্যে সভাস্থলে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা। তৈরি করা হচ্ছে বিশাল মঞ্চ।

কর্মসূচি সফল করতে এরইমধ্যে নানা নির্দেশনা দেয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা পরিদর্শন করেন সোহরাওয়ার্দী উদ্যানের সভাস্থল ৷

পড়ুন : গাজায় ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন