০৮/০৭/২০২৫, ২০:৪০ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:৪০ অপরাহ্ণ

ইসরাইলি হামলায় ২০ জন ইরানি কমান্ডার নিহত

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে তাদের বিমান হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরিসহ ২০ জনেরও বেশি ইরানি সেনাবাহিনী ও রেভল্যুশনারি গার্ড কমান্ডার নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) হামলার পর থেকে শনিবার পর্যন্ত এ হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুক্রবার হামলা শুরু হওয়ার পর থেকে ইরানের সরকারের নিরাপত্তা ব্যবস্থার ২০ জনেরও বেশি কমান্ডার নিহত হয়েছে।’

এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, শনিবার তেহরানের প্রায় ৩শ’ কিলোমিটার পশ্চিমে ইসরাইলি ড্রোন হামলায় একজন পুলিশ প্রধান এবং আরেকজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইল দ্বিতীয় দিনের মতো ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

ইসনা প্রেস এজেন্সি জানিয়েছে, আজ সকালে পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের আসাদাবাদ শহরে ড্রোন হামলায় পুলিশ প্রধান মেজর হাবিবুল্লাহ আকবরিয়ান এবং সেকেন্ড লেফটেন্যান্ট আমির হোসেন সাইফি নিহত হয়েছেন।

পড়ুন : ইসরাইলের হামলায় ইরানের শীর্ষ ১২ পরমাণু বিজ্ঞানী নিহত

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন