ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে ওঠেছে মধ্যপ্রাচ্য। ইরানের অভিযোগ, তাদের হামলা রুখে দিতে কয়েকটি দেশ ইসরায়েলকে সহায়তা করছে। এই অবস্থায় ইসরায়েলকে সহায়তা করা দেশগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যে সব দেশ ইসরাইলকে রক্ষা করার চেষ্টা করবে সেসব দেশগুলোর আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।
ওই কর্মকর্তা বলেন, নিজেদের অস্তিত্ব রক্ষায় আন্তর্জাতিক আইনের অধীনে ইরানের চূড়ান্ত প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে।
তিনি বলেন, যেকোনো দেশ ইরানের অভিযানের বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষা করার চেষ্টা করবে, তাদের আঞ্চলিক ঘাঁটি এবং অবস্থানগুলো নতুন লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
এর আগে দুটি ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে শুক্রবার সন্ধ্যায় ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র রুখে দিতে তেল আবিবকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশ।
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এর আগেও ইরানি হামলার মুখে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করেছিল ওই অঞ্চলের কয়েকটি দেশ।
এদিকে মার্কিন নাগরিক, ঘাঁটি কিংবা অবকাঠামোর ওপর হামলা হলে ইরানের জন্য ‘ভয়াবহ পরিণতি’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন কর্মকর্তা ম্যাককয় পিট।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি বলেন, ‘আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে-এই অঞ্চলে মার্কিন নাগরিক ও বাহিনীগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। যদি ইরান যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, তবে পরিণতি হবে চরম।’
পড়ুন: ইসরায়েলের প্রতি কোনো দয়া নয়: খামেনি
এস