23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড চান ইরানের সর্বোচ্চ নেতা

ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নয়, বরং এর পরিবর্তে মৃত্যুদণ্ড জারি করা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আজ সোমবার (২৫ নভেম্বর) তিনি এই মন্তব্য করেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সাজার সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করেছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড চান ইরানের সর্বোচ্চ নেতা

আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘আইসিসি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু তাদের জন্য এই সাজা যথেষ্ট নয়। এই অপরাধী নেতাদের জন্য মৃত্যুদণ্ড জারি করা উচিত।’

যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক এই আদালতের তীব্র সমালোচনা করেছেন নেতানিয়াহু। এমনকি ইসরায়েলের অন্যতম ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্রসহ অন্যান্যরা আইসিসির এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে।

এনএ/

আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন হরিনি আমারাসুরিয়া
দেখুন: ইরানের এক অস্ত্র দেখে বোবা আমেরিকা-ইসরায়েল!
নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন