লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। পরিবারের সবচেয়ে ছোট সদস্যকে হারিয়ে, দিশেহারা স্বজনরা। ১২ বছর আগে ভাগ্যের চাকা ঘুরাতে লেবাননে পাড়ি জমিয়েছিলেন নিজাম উদ্দিন।
লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের বিমান হামলায় নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিজাম উদ্দিন। ঘরের সবচেয়ে ছোট ছেলেকে হারিয়ে দিশেহারা মা।
এ খবরে শোকের ছায়া গোটা গ্রাম জুড়ে। পাঁচ ভাই ও বোনের মধ্যে সবার ছোট ছিলেন নিজাম। প্রাণপ্রিয় ছোট ভাইকে হারিয়ে শোকের বন্যায় বোনেরা।
নিহত নিজামউদ্দিনের গ্রামের বাড়িতে থমথমে পরিস্থিতি। বুক ফাঁটা আর্তনাদ পুরো পরিবার জুড়ে।
২০০৪ সালে বাবা মারা যাওয়ার পর, ভাই বোনদের কাছেই বড় হয়েছে নিজাম। তবে ভাগ্যের চাকা ঘুরাতে ১২ বছর আগে ধার দেনা করে লেবাননে যায় সে।
বৈরুতে কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শপে ইসরায়েলি হামলার শিকার হয়ে মারা যান নিজাম। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা আছে।
শেষবারের মতো সন্তনকে দেখতে চান মা, ভাইয়ের মৃতদহে দেশে আনার আকুতি বোনদের। চেয়েছেন সরকারের সহায়তা।
টিএ/