35 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ইসরায়েলি হামলায় ইরানের ২ সেনা নিহত

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত হয়েছে। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। শনিবার (২৬ অক্টোবর) ভোরের দিকে ইরানের সামরিক স্থাপনায় ইসরাইরেলের এই হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের প্রায় ২০টি সামরিক স্থাপনায় হামলা চালায়। এগুলোর মধ্যে ইলাম, খুজেস্তান ও তেহরানের সামরিক ঘাঁটিগুলো উল্লেখযোগ্য। ইরানি সামরিক বাহিনী ইসরায়েল এই হামলা সামরিক স্থাপনায় চালানো হয় বলে নিশ্চিত করেছে। তবে এতে খুব সামান্য পরিমাণই ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

ইসরায়েল এই হামলার প্রতিশোধ না নেওয়ার ব্যাপারে ইরানকে সতর্ক করেছে। ইসরায়েল বলেছে, ইরান পাল্টা আক্রমণের চেষ্টা করলে তারা আবার হামলা করতে বাধ্য হবে এবং তাদের নিশানায় ইরানের আরও স্থাপনা রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বলেছেন, ওয়াশিংটন ইসরায়েলের এই হামলার ব্যাপারে অবগত। তবে যুক্তরাষ্ট্র এতে নিজেরা অংশ নেয়নি। এটিকে ইসরায়েলের ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ বলে বর্ণনা করছে ওয়াশিংটন।

এরই মধ্যে ইসরায়েলের এই আক্রমণের নিন্দা জানিয়েছে মালয়েশিয়া, সৌদি আরব এবং ওমান। সৌদি আরব বলেছে, এটি একটি দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন।

মালয়েশিয়া এই হামলাকে সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

ইসরায়েলি হামলার পর সংক্ষিপ্ত সময়ের জন্য নিজেদের আকাশ সীমা স্থগিত করেছিল ইরান। পরবর্তীতে তা আবার চালু করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন