ইসরায়েলি হামলায় ছয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। শুক্রবার (১৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক্সে (সাবেক টুইটার) দেয়া একটি পোস্টে এই তথ্য জানায়।
ইরানের দাবি অনুযায়ী, ইসরায়েলি হামলায় ছয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। নিহত বিজ্ঞানীরা হলেন- আব্দুলহামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, সাইয়্যেদ আমিরহোসেইন ফাকি, মোতলাবিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।
পোস্টটিতে আরও বলা হয়েছে, ‘ইহুদিবাদী সরকার দেখিয়ে দিয়েছে যে তারা সন্ত্রাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমাদের বিজ্ঞানীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে।’
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ইরানে আঘাত হেনেছে। টাইমস অফ ইসরাইলের বরাতে জানা গেছে, এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে।
পড়ুন: ২০০ যুদ্ধবিমান নিয়ে ইরানে হামলার দাবি ইসরায়েলের
এস