ফিলিস্তিনে চলমান ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর শহরের কাজিপুর মোড় থেকে শুরু হয়ে বাজার স্টেশন চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে হত্যা ও নিপীড়ন বন্ধের দাবি জানান এবং মুসলিম বিশ্বকে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
মিছিলে শহরের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ অংশ নেন।
এনএ/