ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। এছাড়া বিমানের একজন নারী পাইলটকে আটকের দাবি করেছে।
দেশটির মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান এবং তাদের বিপুল সংখ্যক মাইক্রো এয়ার যান সফলভাবে ভূপাতিত করে ধ্বংস করেছে।
তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সংস্থাটি বলছে, পাইলটদের ভাগ্য অজানা এবং তদন্তাধীন। এর আগে ইরানের হামলায় ইসরায়েলের একটি যুদ্ধবিমান ভূপাতিত এবং এর পাইলটকেও আটকের খবর দেয় দেশটি রাষ্ট্রীয় টেলিভিশন। তবে ইসরায়েল সেনাবাহিনী ইরানের ওই দাবি অস্বীকার করে।
এদিকে ভোররাতে সেন্ট্রাল ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, শনিবার ভোর হওয়ার ঠিক আগে ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। এছাড়া হামলার ভয়ে আগে থেকেই লাখ লাখ মানুষ নিরাপদস্থানে আশ্রয় নেন।
পড়ুন: আরও ভয়ংকর হামলার পরিকল্পনা ইরানের
এস