০৮/০৭/২০২৫, ২০:৫৩ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:৫৩ অপরাহ্ণ

ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৪০৬ জনের মৃত্যু হয়েছে

দখলদার ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৪০৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬৫৪ জন।

ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থার বরাতে রোববার (১৫ জুন) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। ইরানে নিজেদের একটি আলাদা সূত্র আছে এই মানবাধিকার সংস্থাটির। তারা তাদের এই সূত্রের তথ্য ও ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হতাহতের তথ্য ক্রসচেক করে নিহত ও আহতের এ সংখ্যা জানিয়েছে।

যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সেনা কতজন এবং বেসামরিক মানুষ কতজন এখন সেটি নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা।

গত শুক্রবার মধ্যরাতে ইরানে হামলা শুরু করে দখলদার ইসরায়েল। এর জবাবে শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় তেহরান। এরপর দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলতে থাকে।

গতকাল রাতে ইরান যেসব মিসাইল হামলা চালিয়েছে সেগুলোর বেশ কয়েকটি সরাসরি আঘাত হেনেছে। এতে ইসরায়েলে অন্তত ১০ জন নিহত ও দুইশর বেশি মানুষ আহত হয়েছেন।

পড়ুন : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত দুই শতাধিক

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন