ইসরায়েল হামলা চালানোর পর সেই হামলার ‘সহযোগী’ যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ‘কোনো অর্থ নেই’ বলে মন্তব্য করেছে ইরান।
“আরেক পক্ষ (যুক্তরাষ্ট্র) এমনভাবে আচরণ করেছে, যাতে সংলাপের কোনো মানে থাকে না। আপনি একদিকে সংলাপের কথা বলবেন, আর অন্যদিকে ইসরায়েলকে দিয়ে ইরানের ভূখণ্ডে হামলার সুযোগ করে দেবেন, এটা একসাথে চলতে পারে না,” ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এমনটা বলেছেন বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েল শুক্রবার তার দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিপক্ষ ইরানের ওপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। এই হামলায় যুক্তরাষ্ট্রেরও সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ তেহরানের।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যে তীব্র ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান এ ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে। তবে এখনো পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পরমাণু কর্মসূচি ঘিরে দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপড়েন চলছে। তবে সাম্প্রতিক এই সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলেই আশঙ্কা করছেন আন্তর্জাতিক কূটনীতিকরা।
পড়ুন: ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি আগেই জানতাম: ট্রাম্প
এস