ইসরায়েলের তেল আবিব ও মধ্য ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এসময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সফলভাবে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আটকানোর পর এর ধ্বংসাবশেষ থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে আইডিএফ জানিয়েছে, তেল আবিব এবং মধ্য ইসরায়েলে সতর্কতা সাইরেন বাজানোর সাথে সাথে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য কাজ করছে।
আইডিএফ আরও জানায়, ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর শনাক্ত করা হয় এবং সেটি ভূপাতিত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায়ই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে হুতি বিদ্রোহীরা। জবাবে ইসরায়েলও ইয়েমেনে বিমান হামলা চালায়।
এদিকে একের পর এক হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। গাজার বিভিন্ন এলাকায় চলছে ইসরাইলি তাণ্ডব। বৃহস্পতিবার নেতানিয়াহু বাহিনীর হামলায় গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এলাকাজুড়ে একাধিক হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
পড়ুন: ৭২ ঘণ্টায় ৬ দেশে ইসরায়েলের হামলা
এস/

