ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার’কে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা পূর্বাভাসে ব্যর্থতার কারণে তাকে বরখাস্ত করা হয়। ২০২১ সালে রোনেন বার শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন, তবে তার মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৯ দিন আগে তাকে সরানো হলো। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
এছাড়া, রোনেন বারের প্রতি ‘অবিশ্বাস’ প্রকাশ করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান। তবে রোনেন বার এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, হামাসের হামলার পর নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ১,২০০ জন নিহত হন, এবং ২৫১ জনকে জিম্মি করে হামাস। এর মধ্যে কয়েকজন মুক্তি পেলেও এখনও ৫৯ জন জিম্মি আছেন, যাদের অধিকাংশই জীবিত বলে ধারণা করা হচ্ছে।
গাজার পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ, সেখানে ইসরায়েলের সামরিক অভিযান চলমান রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৪৮ হাজার ৫২০ জন মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ২১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে, এবং ৭০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং সেখানে খাদ্য, জ্বালানি, ওষুধ ও আশ্রয়ের সংকট দেখা দিয়েছে।

এটি ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো,
যখন সরকার শিন বেতের প্রধানকে বরখাস্ত করেছে। ২০২১ সালে রোনেন বার শিন বেতের প্রধান হিসেবে দায়িত্ব নেন, এবং তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে। কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বছর আগেই তাকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেন।
পরুনঃ গাজায় ফের ইসরায়েলের স্থল অভিযান শুরু, নেতজারিম করিডোর দখল
দেখুনঃ যেভাবে ইসরাইলের পতাকা খুলে ফেলল কাক |
ইম/