১০/১১/২০২৫, ২২:১৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২২:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইসিতে এনসিপি নেতার সঙ্গে রুমিন ফারহানা গ্রুপের হট্টগোল

বিজ্ঞাপন

সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা গ্রুপের সদস্যদের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ-র হট্টগোলের ঘটনা ঘটেছে।

রোববার (২৪ আগস্ট) বেলা ১২টায় নির্বাচন ভবনে শুনানি পর্ব শুরু হয়। এদিন যেসব আসনের সীমানা সংক্রান্ত দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়, তার মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩।

এক পর্যায়ে জেলার দুই আসনের লোকজনই উত্তেজিত হয়ে পড়ে। এসময় হাতাহাতি ও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। আর অন্যান্য বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন।

খসড়ার বিপক্ষে থাকা শুনানিতে অংশ নেয়ারা বলেন, বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন— বুধস্তি, চান্দুয়া ও হরষপুরকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানান তারা।

রুমিন ফারহানা বলেন, দুঃখজনক ঘটনা, একটি মারামারি ঘটেছে। ভেবেছিলাম ব্রাহ্মণবাড়িয়া-৩ এর কেউ ইসিতে গুণ্ডাপাণ্ডা নিয়ে ঢুকবে না। এটা কমিশনের ভাবমূর্তি, মান-সম্মানের সাথে যায় না। আমি বলতে চাই, ইসির সিদ্ধান্তই সঠিক; আশা করি সেটিই থাকবে। আমি কোনো গুণ্ডা বদমাশ আনতে চাইনি। যেটা ১৫ বছরে হয়নি, সেটা আজ হয়েছে। যেসব বিএনপি নেতার জন্য লড়েছি তারাই এখন ধাক্কা দেয়।

অপরদিকে, রুমিন ফারহানার বিরুদ্ধে এনসিপি নেতার অভিযোগ, তিনি অন্য পক্ষকে কথা বলতে দেয়নি। মূলত এ থেকেই হট্টগোলের সূত্রপাত।

উল্লেখ্য, শুনানির প্রথমদিনে কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তিগুলোর শুনানি গ্রহণ করছে ইসি। শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত।

পড়ুন : পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি : সিইসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন