ঈদকে ঘিরে সেমাই, কিসমিস, গুঁড়ো দুধ ও মসলার দাম বেড়েছে। সাধারণ ও লাচ্ছা সেমাই প্রকারভেদে বেড়েছে কেজিতে ৫ থেকে ৩০ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে মসলার দাম। দুই মাস আগেও যে এলাচের দাম ছিলো প্রতি কেজি ২ হাজার ৮শ টাকা, এখন সেই এলাচের কেজি বিক্রি হচ্ছে ৩ হাজার ৬শ টাকায়। বাদামে বেড়েছে ২শ টাকা, লবঙ্গ ৪শ টাকা বেড়েছে কেজি প্রতি।
আর কয়েকদিন বাদে ঈদ। ঈদের বাজার করায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীবাসী। বাজারগুলোতে সেমাই, চিনি, দুধ ও মশলার দোকানের ভিড় অন্তত তাই বলছে। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ক্রেতারা কিনছেন, মিস্টান্ন জাতীয় খাবারের নানা উপকরণ। ক্রেতাদের দাবি, উৎসব কেন্দ্রিক জিনিসপত্রের দাম যেনো নাগালের মধ্যে রাখতে সরকার সচেষ্ট থাকে।