ঈদ যাত্রার তৃতীয় দিনে যাত্রীদের চাপ বেড়েছে সড়ক ও রেলপথে। তবে বরাবরের মতো এবারও আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। তবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে পারায় খুশি তারা। এদিকে ভাড়ার চার্ট ঝুলিয়ে না রাখায় একটি কাউন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ কর্তৃপক্ষ ।
আগামী সোমবার সারাদেশে উদযাপন হবে পবিত্র ঈদ উল আযহা । পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে তাই ঢাকা ছাড়ছে নগরবাসী। সকাল থেকেই রেলপথ ও সড়কপথে যাত্রীদের বাড়তি ভিড়।
ঈদ যাত্রার তৃতীয় দিনে চাপ বেড়েছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। ভোগান্তি এড়াতে টিকিট দেখে রেলওয়ে স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। স্বস্তিতে বাড়ি ফিরতে পারায় খুশি যাত্রীরা। তবে লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ায় অভিযোগ আছে কারো কারো কন্ঠে।
ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চাপ বেড়েছে গাবতলী বাসস্ট্যান্ডেও। বরাবরের মতো যাত্রীদের কন্ঠে এবারও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।
এদিকে ভাড়ার চার্ট ঝুলিয়ে না রাখায় একটি কাউন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ।
ঈদে প্রতিবছর যাত্রীদের ভোগান্তির অভিযোগ- পাল্টা অভিযোগ থাকলেও ঘরে ফেরার টিকিট পেয়ে খুশি যাত্রীরা । তাদের চাওয়া ঈদ যাত্রা যেন নির্বিঘ্ন হোক।