ঈদকে কেন্দ্র করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে।
ঈদের ছুটিতে মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং র্যাবের কার্যক্রম পর্যবেক্ষণ করতে শনিবার (২৯ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে রাজধানীর মাতুয়াইল এলাকায় ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান এ কথা জানান।
এ কে এম শহিদুর রহমান বলেন, ‘ঈদকে কেন্দ্র করে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টিসহ যে কোনো ধরণের অপরাধ ঠেকাতে মহাসড়কে সার্বক্ষণিক টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে র্যাবের তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।’
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের মহাপরিচালক আরও বলেন, ‘ঈদের ছুটি শেষে বাড়ির উদ্দেশ্যে ফেরা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের পাশাপাশি, নৌপথে লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনাল ও রেল স্টেশনগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব।’
তিনি বলেন, ‘রাজধানীসহ সারা দেশেই বিভাগীয় শহরগুলোতে, জেলা এবং উপজেলা পর্যায়েও র্যাবের টহল কার্যক্রম চলছে। এ ছাড়া ঈদের দিন জাতীয় ঈদগাহসহ দেশের বৃহৎ ঈদ জামাতগুলোতে এবং বিনোদন কেন্দ্রগুলোতেও র্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে; যাতে মানুষ নিরাপদে ও স্বস্তিতে ঈদের নামাজ আদায়সহ ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।’
এবারের ঈদের ছুটি আনন্দময় এবং ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে এমন আশাবাদ ব্যক্ত করে র্যাবের মহাপরিচালক শহিদুর রহমান বলেন, ‘সারা দেশের সর্বস্তরের মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে র্যাব সারা দেশে নানা ধরণের পদক্ষেপ হাতে নিয়ে কাজ করছে।’
তিনি বলেন, ‘আমরা আশা করছি দেশের মানুষ খুবই শান্তিপূর্ণ পরিবেশে, নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও স্বস্তিতে এবারের ঈদ উদযাপন করতে পারবেন। ঈদের ছুটি উপভোগ করে নিরাপদে নিজ নিজ বাড়িতে ফিরতে পারবেন। সেই লক্ষ্যে র্যাব খুবই সতর্কতার সঙ্গে কাজ করছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাবের মহাপরিচালকের পরিদর্শনকালে এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাব-১১ ব্যাটেলিয়ানের অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
পড়ুন : দেশব্যাপী র্যাবের রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট স্থাপনসহ অভিযান জোরদার