বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল এসেছে। দলের ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির ৩৯ পদে কোথাও রদবদল, কোথাও আবার নতুন করে কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া হয়েছে নেতাদের। এদের মধ্যে বেশ কয়েকজন বিএনপির প্রভাবশালী নেতাও আছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০১৭ সালে। সাত বছরেরও বেশি সময় ধরে কাউন্সিল না হওয়ায় এই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। তিন বছর পরপর কাউন্সিল করার বিধান দলটির গঠনতন্ত্রে রয়েছে। এখন কাউন্সিল না করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিটিতে রদবদল আনা হলো। আর এরই অংশ হিসেবে আজ ৩৪ জনকে পদোন্নতি এবং ৫ জনকে পদাবনতি দিয়েছে দলটি।
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি ভেঙে দেয় বিএনপি। একইসঙ্গে যুবদলের কেন্দ্রীয় কমিটিও ভেঙে দেওয়া হয়।
বিএনপির নতুন ভাইস চেয়ারম্যান বিশেষ সম্পাদকের দায়িত্বে থাকা আসাদুজ্জামান রিপনকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এই রদবদলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে ১০ জনকে যুক্ত করা হয়েছে। তাঁরা এত দিন এই কমিটিতেই বিভিন্ন পদে ছিলেন। তাঁদের মধ্যে জহির উদ্দিন স্বপন, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রয়েছেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ তিনজনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। তাঁরা সাংগঠনিক সম্পাদক ছিলেন। ড. আসাদুজ্জামান রিপনকে করা হয়েছে ভাইস চেয়ারম্যান।
সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদেও ব্যাপক রদবদল হয়েছে। সেই সাথে কয়েকজনের দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছে।