নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও, ঈদকে কেন্দ্র করে হঠাৎ করেই বেড়েছে মসলার দাম। বাড়তি খরচে বিপাকে ভোক্তারা, অভিযোগ উঠছে বাজারে নজরদারির অভাবের।
প্রতিদিনই বাজারে এসে দামের যাঁতাকলে নিরুপায় ক্রেতারা। দুই সপ্তাহের ব্যবধানে সবজির বাজার যখন নিন্মমুখী তখন ঈদকে কেন্দ্র করে বৃদ্ধি পেয়েছে সবরকম মসলার দাম।
চাল কেজিতে ৭-৮ টাকা, তেল লিটারে ৩-৪ টাকা কম। এছাড়া কাকরোল ছাড়া যে কোনো সবজি গড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। বাজারে এসেছে মৌসুমি ফল—আম, কাঁঠাল, লিচু—তবে দাম বেশ চড়া।
পোলট্রি বাজারেও উঠানামা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকা, ব্রয়লার ১৭০-১৮০। আর গরুর মাংস কেজিতে ৩০ টাকা বেড়ে ৭৮০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন ভারসাম্য নেই বাজার ব্যবস্থায়। প্রতিদিন নানারকম অজুহাত দাম বাড়ানো হয় যে কোনো পণ্যের
তবে সবচেয়ে বেশি বেড়েছে দারুচিনি, লবঙ্গ, এলাচ আর আদার দাম। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন—আমদানি খরচ ও ডলারের দরবৃদ্ধিই এর পেছনে কারণ।
ভোক্তারা মনে করেন, বাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে দরকার কঠোর মনিটরিং। নাহলে ঈদ কিংবা উৎসব—সবই পরিণত হবে দুশ্চিন্তায়।
এনএ/