জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘ধামাল ৪’ শিগগিরই আসছে, এমনটাই জানিয়েছেন নির্মাতারা। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘টোটাল ধামাল’-এর পর দীর্ঘ ছয় বছর পর আবারও বড় পর্দায় ফিরছে এই হাস্যরসাত্মক সিরিজ।
এবারও সিনেমাটিতে থাকছেন আগের পর্বের পরিচিত মুখ—অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি। নতুন করে যুক্ত হয়েছেন সানজিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর ও রবি কিশান।
‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজি যাত্রা শুরু করে ২০০৭ সালে। এরপর ‘ডাবল ধামাল’ (২০১১) এবং ‘টোটাল ধামাল’ (২০১৯) মুক্তি পায়, যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তৃতীয় কিস্তিতে অজয়ের সঙ্গে ছিলেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, ইশা গুপ্তা ও বোমান ইরানি।
‘ধামাল ৪’ প্রযোজনা করছেন অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক ঠাকেরিয়া, ইন্দ্র কুমার, আনন্দ পণ্ডিত ও কুমার মঙ্গত পাঠক। পরিচালনার দায়িত্বে থাকছেন ইন্দ্র কুমার।
এই জনপ্রিয় হাস্যরসাত্মক সিরিজের নতুন পর্ব নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে, যা এক দুর্দান্ত বিনোদনের অপেক্ষায় রাখছে সিনেমাপ্রেমীদের।
এনএ/