39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

ঈদে কয়েদীদের জন্য চাঁদপুর কারাগারে থাকছে স্পেশাল খাবার

নানা অপরাধে সাজাপ্রাপ্ত কয়েদীদের জন্য চাঁদপুর জেলা কারাগারে থাকছে স্পেশাল খাবারের আয়োজন। ইতিমধ্যেই সেসব খাবারের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

৩০ মার্চ রোববার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর কারাগারের জেলার মুহাম্মদ মুনীর হোসাইন।

এদিকে ৪শ’ ৭৫ জন ধারণ ক্ষমতা বিশিষ্ট চাঁদপুর কারাগারটিতে এর অধিকা কারাবন্ধী থাকলেও খাবারের আয়োজনে কোনরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বর্তমানে কারাগারটিতে ২ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৩ জন ফাঁসির কয়েদীসহ সর্বমোট ৫৬১ জন পুরুষ এবং ২০ জন নারী কারাগারটিতে বন্ধী রয়েছেন।

এসব জানিয়ে চাঁদপুর জেলা কারাগারের জেলার মুহাম্মদ মুনীর হোসাইন বলেন, প্রতিটি কারাগারেই নানা প্রেক্ষাপটে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত কারাবন্ধী থাকে। তবে আমাদের এখানে তেমন কোন রাজবন্ধী নেই। ড. দীপু মনি এ কারাগারে থাকার কথা থাকলেও তাকে এখানে আনা হয়নি। তবে ঈদ উপলক্ষে আমরা কয়েদীদের জন্য সকালে পায়েস, দুপুরে পোলাও,গরুর মাংস, (অমুসলীমদের জন্য খাসি),মুরগীর রোস্ট, মিস্টি,পান সুপারি এবং রাতে সাদা ভাত, রুই মাছ,ডাল ও সবজির আয়োজন রেখেছি। আমরা আমাদের পেশাদারীত্ব অনুযায়ী সেবা দিতে বদ্ধ পরিকর।

পড়ুন : চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদ রোববার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন