এবার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নিয়ে ঈদে আসছেন বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত টিভি নায়ক তৌসিফ মাহবুব এবং তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। আর অভিজ্ঞতা ও সফলতায় অনেকটা এগিয়ে রয়েছেন পরিচালক শিহাব শাহীন।
এবার এই তিনজন প্রথমবারের মতো এক হচ্ছেন একটি প্রজেক্টে। এবারের ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে বিশেষ নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। যা ঈদের বিশেষ চমক হিসেবে ধরা হচ্ছে।
নাটকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা। চিত্রনাট্য লিখেছেন পরিচালক শিহাব শাহীন নিজেই।
নাটকটিতে আরও অভিনয় করেছেন মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য। নাঈম ফুয়াদের সিনেমাটোগ্রাফিতে নির্মিত এই নাটকটি অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া এক নতুন দম্পতির গল্প নিয়ে এগিয়েছে।
এই নাটকের বিষয়ে শিহাব শাহীন জানান, অ্যারেঞ্জ ম্যারেজের পর একে অপরকে বোঝার প্রাথমিক জটিলতাগুলোকে কেন্দ্র করেই গল্পটি তৈরি হয়েছে। এটি যেমন রোম্যান্টিক, তেমনই বাস্তবধর্মী।
প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, এবারের ঈদে সিএমভি থেকে ২০টি বিশেষ নাটক মুক্তি পাবে, যা চাঁদরাত থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে উন্মুক্ত করা হবে।
এনএ/