শেষ সময়ে আজো রাজধানী ছাড়ছেন অনেকে। সকাল থেকেই রাজধানীর কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া। ভোগান্তি থাকলেও আজ অনেকটা স্বস্তিতেই গ্রামে ফিরছে মানুষ।
কাল বাদে পরশু ঈদ। ঈদ যতটা ঘনিয়ে আসছে ততটা ফাঁকা হচ্ছে রাজধানী। তবে উল্টো চিত্র রাজধানীর বাস টার্মিনাল গুলোতে।
গেল কয়েকদিন সড়কপথে ঈদযাত্রা কিছুটা ভোগান্তির হলেও, আজ অনেকটা স্বস্তি নিয়ে ঘরে ফিরছেন যাত্রীরা। তবে যারা আগেভাগে আগাম টিকিট করেননি, শেষ মুহুর্তে কাউন্টারগুলোতে ঘুরেও টিকিট পাননি তারা। আবার কেউ কেউ টিকিট পেলেও বাড়তি ভাড়ার অভিযোগ করেন।
তবে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, ন্যায্য দামেই টিকিট বিক্রি হচ্ছে।
এদিকে, বাস না পেয়ে অনেকেই পিকআপে করে রওনা করছেন বাড়ি। তবে সেক্ষেত্রে পড়তে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে।