১৯/০৭/২০২৫, ২:০৬ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:০৬ পূর্বাহ্ণ

ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন মানুষ

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মমুখী মানুষেরা রাজধানী শহর ঢাকায় ফিরছেন। নিরাপদ বাহন হিসেবে ঈদ ফিরতি যাত্রায় ট্রেনে আসছেন হাজার হাজার যাত্রী। পথে তেমন কোনো ভোগান্তি নেই। স্বচ্ছন্দ্যেই ভ্রমণ করছেন তারা।

শুক্রবার (৪ এপ্রিল) দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে ও যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সকাল সাড়ে আটটায় ঢাকা রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে এসে থামে পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেস। ট্রেনটি সকাল ৭টা ৫০ মিনিটে স্টেশনে থামার কথা থাকলেও ৪০ মিনিট বিলম্বে সেটা স্টেশনে প্রবেশ করে। তবে এতেও বিরক্ত হননি ট্রেনে যাত্রীরা। তারা বলছেন, অন্যান্য সময়ের তুলনায় ট্রেন এখন অনেক আগেই চলে আসছে।

আগামীকাল থেকে অনেকের অফিস শুরু হবে। তাই ঈদযাত্রা শেষে রাজধানীতে ফেরার জার্নিটা অনেক ভালো হয়েছে।

পড়ুন : ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন