সরকারি ছুটি শুরুতে সড়ক পথে ঈদের আমেজ। রাজধানীর বাস টার্মিনালে যাত্রীর সংখ্যা বাড়লেও ঈদযাত্রার চাপ এখনো পুরোপুরি পড়েনি। বরাবরের মতোই আছে বাস সংকট ও বাড়তি ভাড়ার অভিযোগ। তবে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে তৎপর সেনাবাহিনী।
ঈদ, দুটি বর্ণে তৈরি কেবল ই একটি শব্দ মাত্র নয়। ঈদ বিশুদ্ধ এক অনুভূতির নাম। যে অনুভূতির সঙ্গে মিশে থাকে গভীর এক দায়িত্ব বোধ,সুদৃঢ় পারিবারিক বন্ধন, ভালোবাসা। একসঙ্গে আনন্দ কষ্ট ভাগাভাগি করে বেঁচে থাকার বার্তা।
ঈদ যাত্রার প্রথম দিনে সড়কে ঢল যাত্রীর। ভোরের আলো ফুটতেই দলে দলে বাস কাউন্টারে ছুটেন উৎসব প্রিয় মানুষ। সঙ্গে প্রিয়জনের জন্য কেনা রঙ্গিন কাপড় ভর্তি ব্যাগ আর লাগেজ। সবারই চোখে মুখে ঈদের খুশী।
এবারের ঈদ যাত্রায় সড়ক পথ কে বেঁচে নিয়েছেন যারা। তাদের নেই আগের মতো চিরচেনা দূভোর্গ কিংবা ভোগান্তি। তবে বরাবরের ন্যায় অভিযোগ আছে বাড়তি ভাড়ার।
এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। নাশকতা এড়াতে মাঠে আছে ডগ স্কোয়ার্ড।
লম্বা ছুটির প্রথম দিনেই সড়ক পথ জমজমাট। বাড়ি যাওয়ার আনন্দে সব রকম বিড়ম্বনা থোড়াই কেয়ার করছেন যাত্রীরা।
এনএ/