28.4 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

৪ হাজার মানুষকে ঈদ উপহার দিলেনবিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার চার হাজার দরিদ্র ও অসহায় মানুষকে ঈদ উপহার দিয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য কবীর আহমেদ ভূঁইয়া।
শুক্রবার ( ২৮ মার্চ) বিকালে তারেক জিয়ার ঘনিষ্টজন হিসাবে পরিচিত বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়ার সদর উপজেলার গ্রামের বাড়িতে এসব ঈদ উপহার নেতাকর্মীদের হাতে তুলে দেন।


এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার হোসেন খানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এক খুদে বার্তায় বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় এলাকার কসবা ও আখাউড়া উপজেলার চার হাজার ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু হয়েছে। উপহারের মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস। তিনি আরো জানান, বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে এসব উপহার বিতরণ করা হচ্ছে।

পড়ুন: ঈদ বোনাস ও বেতন পাননি নারী ফুটবলার ও রেফারিরা

দেখুন: ঈদ বাজারে ভারত আউট, দেশি-পাকিস্তানি পণ্যের দাপট | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন