সৌদি আরবের সাথে মিল রেখে বরগুনার ১৬ গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকা পন্থী ও কাদিয়ানী সম্প্রদায় সৌদির সাথে মিল রেখে প্রতিবছর এ ঈদ-উল-ফিতর উদযাপন করে থাকেন। প্রায় ১৫০ বছর ধরে বরগুনার বিভিন্ন গ্রামে এইভাবে ঈদুল ফিতর উদযাপন হয়ে আসছে।
ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ রবিবার(৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামায়াতে ইমামতি করেন হাফেজ মো. রমজান আলী।
নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মসজিদ প্রাঙ্গণে শরবত পান করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এরপর তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান এবং আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এলাকাবাসী জানান, সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এসব এলাকার বাসিন্দারা একইদিনে ঈদুল ফিতর পালন করেন। তবে বাংলাদেশের আকাশে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় জাতীয়ভাবে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার। কিন্তু বরগুনার ১৬টি গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে আগেই ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এনএ/