27.7 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

এবার ঈদ বাজারে কুমিল্লার খাদি নিজেদের অবস্থান ধরে রেখেছে

কুমিল্লার খাদি কাপড় একসময় ভারতীয় উপমহাদেশে ব্যাপক সাড়া ফেলেছিল। এখনো বছরজুড়ে জেলায় এই কাপড়ে তৈরি পোশাকের আলাদা কদর রয়েছে।

এবার ঈদে বিদেশি কাপড়ের সাথে সেই খাদি নিজস্ব স্থান দখলে রেখেছে কুমিল্লাতে। তরুণ-তরুণী থেকে শুরু করে মধ্য বয়সের সবার পছন্দের তালিকায় রয়েছে খাদি।

কুমিল্লা নগরীর রাজগঞ্জ, মনোহরপুর, লাকসাম সড়কের রামঘাট এলাকায় খাদির সারি সারি দোকান। খাদি কাপড় কিনছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ক্রেতারা। সাশ্রয়ী দাম আর আরামদায়ক বলে খাদির চাহিদা সেই যুগ যুগ ধরে। ঈদ উপলক্ষে নিজেরা পাশাপাশি আপনজনদের উপহার দিতে খাদির দোকানে ভীড় করছেন ক্রেতারা।

যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন হচ্ছে খাদি কাপড়, তীব্র তাপদাহে খুব আরামদায়ক, শীতেও সহনীয় পোশাকটি ডিজাইনে এসেছে পরিবর্তন। দেশীয় নামীদামী ফ্যাশন শপে খাদি কাপড় আরও বৈচিত্র্য ও আকর্ষণীয় করে বাজারজাত করা হচ্ছে। এবারের ঈদেও চাহিদার শীর্ষে রয়েছে কুমিল্লার খাদি।

অসহযোগ আন্দোলনের সময়কালে ২০২১ সাল থেকে ঐতিহাসিক কারণে এ অঞ্চলে খাদি শিল্প দ্রুত বিস্তার লাভ ও জনপ্রিয়তা অর্জন করে। এরই ধারাবাহিকতায় যুগের সাথে তাল মিলিয়ে খাদি কাপড় আধুনিকায়ন করা হচ্ছে। দেশের বাইরেও রয়েছে খাদি কাপড়ের ব্যাপক চাহিদা।

পছন্দের পোষাকের  তালিকায় খাদি কাপড়ের ইতিহাস দেশের ঐতিহ্যের সাথে মিশে আছে। এটি মাটি ও মানুষের দেশজ শিল্প হিসেবে হচ্ছে বিবেচিত।

এনএ/

দেখুন: ঈদের কেনাকাটা: দিনে চাপ কম, জমে উঠছে সন্ধ্যার পর

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন