ঈদকে ঘিরে ক্রেতাদের ভিড় বাড়ছে কুমিল্লার খাদি দোকানে। ঐতিহ্যবাহী এই কাপড় সব বয়সীর ফ্যাশনে জায়গা করে নিয়েছে যুগের পর যুগ। ক্রেতা চাহিদা মেটাতে ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন।
জেলার রাজগঞ্জ, মনোহরপুরসহ বিভিন্ন এলাকায় রয়েছে খাদির সারি সারি দোকান। সাশ্রয়ী ও আরামদায়ক হওয়ায়, দূরদূরান্ত থেকে ক্রেতারা ভিড় করছেন খাদি পোশাক কিনতে।

যুগের সাথে তাল মিলিয়ে খাদি কাপড় আধুনিকায়ন করা হচ্ছে, ডিজাইনেও এসেছে পরিবর্তন। দেশীয় নামীদামী দোকানগুলোতে জায়গা করে নিয়েছে এই কাপড়। এবারের ঈদেও কুমিল্লার খাদি চাহিদার শীর্ষে রয়েছে।
২০২১ সালের অসহযোগ আন্দোলনের পর খাদি শিল্প দ্রুত বিস্তার লাভ করে। দেশ ছাড়িয়ে বিদেশেও ব্যাপক চাহিদা অর্জন করেছে।
খাদি কাপড়ের ইতিহাস মিশে আছে দেশের ঐতিহ্যের সাথে। পছন্দের পোশাকের তালিকায় থাকা এ কাপড়, দেশজ শিল্প হিসেবে স্থান করে নিয়েছে।
পড়ুন: ঘরমুখো মানুষের নিরাপদ নিশ্চিতে মতবিনিময় সভা
দেখুন: স্বজনদের ছেড়ে কেমন কাটছে প্রবাসীদের |
ইম/