ঈদকে সামনে রেখে জমে উঠেছে, কুষ্টিয়ার পোড়াদহের কাপড়ের হাট। দেশের দ্বিতীয় বৃহত্তম এ মোকামে, প্রায় প্রতিদিনই ভিড় করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।
দেশের অন্যতম বৃহত্তম এ হাটে প্রায় ৩ হাজার কাপড়ের দোকান রয়েছে। এখানে, সাশ্রয়ী দামে পোশাক কিনতে ভিড় করেন খুচরা ও পাইকারি ক্রেতারা।
শহর থেকে ১০ কিলোমিটার দূরের এ বাজারে, রোজার শুরু থেকেই চলছে হরদম বেঁচাকেনা। সপ্তাহে তিনদিন পাইকারি দামে কাপড় বিক্রি হয় এখানে। আর পুরো সপ্তাহ জুড়ে চলে খুচরা বেঁচাকেনা। এবছর বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা।
উন্নত যাতায়াতব্যবস্থার কারণে উত্তর ও দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীদের পছন্দের তালিকায় রয়েছে পোড়াদহের এ হাট। পাশাপাশি রয়েছে নিরাপদ ব্যাংকিং সুবিধাসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ঈদ ছাড়াও প্রায় সারাবছরই বেচাকেনার ধুম লেগে থাকে এখানে।
এনএ/