26 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আফগানিস্তানের

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিলো আফগানিস্তান। গায়ানায় উগান্ডাকে ১৮৩ রানের বড় টার্গেট ছুড়ে দিয়ে মাত্র ৫৮ রানেই তাদেরকে আটকে ফেলে তারা। আফগান পেসার ফজলে ফারুকী একাই তুলে নেন ৫ উইকেট।

আসরের প্রথম ম্যাচেই আফগানদের ১২৫ রানের দাপুটে জয়। টি টোয়েন্টিতে আফগানরা কতটা ভয়ংকর, সেটা আরও একবার দেখা গেলো গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। টস হেরে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৮৩, এরপর উগান্ডাকে মাত্র ৫৮ রানে বেঁধে ফেলা।

ব্যাটিংয়ে নেমে দুই আফগান ওপেনারের তুমুল তাণ্ডব। দারুণ সব শটে এলোমেলো করে দেন উগান্ডা বোলিং লাইন আপকে। প্রথম ১০ ওভারেই ছুঁয়েছেন শয়ের ঘর। ১৪ ওভারে এই দুই ওপেনার ছুয়েছেন দেড়শো।১৫ তম ওভারে ইব্রাহিম জাদরান বোল্ড হওয়ার আগে নিজের স্টকে নিয়ে নেন ৭০ রান। সেইসাথে ভাঙে ১৫৪ রানের জুটি।

সঙ্গীকে হারিয়ে গুরবাজও টিকতে পারেনি বেশিক্ষন। ৪৫ বলে ৭৬ রান করে ফিরে যান এই ব্যাটার। ডিম স্কয়ার লেগে স্কুপ করতে গিয়ে ধরা পড়েন গুরবাজ। এরপর দ্রুত তিনটি উইকেট হারিয়ে বসে আফগানরা। মোহাম্মদ নবীর ব্যাটে আসে ১৪ রান। শেষমেশ ১৮৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেই হারা উগান্ডা। দলীয় ৪ রানেই ফিরে যান ওপেনার রোনাক প্যাটেল। উইকেট উপড়ে ফেলে তাকে ঘায়েল করে নেন ফজলে ফারুকী। এর ঠিক পরের বলেই আরও এক উইকেট হারিয়ে বসে উগান্ডা।দলীয় রান যখন ১৮ ফিরে যান পাঁচ ব্যাটার। উগান্ডার হয়ে ডাবল ডিজিট ছুঁয়েছেন মাত্র দুই ব্যাটার। রবিনসন ও রিয়াজাত আলী শাহ। রবিনসনের ব্যাটে আসে ১৪ রান ও রিয়াজাত স্টক করেন ১১ রান। আর বাকি ব্যাটারদের জার্নিটা ছিল শুধুই পিচ টু প্যাভিলিয়ন আসা যাওয়া। ফজলে ফারুকী শিকার ধরেছেন ৫টা।

উইকেটে ধুকতে থাকা উগান্ডার ব্যাটাররা টিকেছে মাত্র ১৬ ওভার। আফগানদের ডিসিপ্লিন্ড বোলিংয়ের সামনে স্কোরবোর্ডে ৫৮ রানের বেশি জমা করতে পারেনি সহযোগী দেশটি। ১২৫ রানে হেরে আসরে শুরুটা ভালো হয়নি তবে আফসোসও নেই উগান্ডার ক্রিকেটারদের। বিশ্বকাপ খেলেই উচ্ছ্বসিত তারা। এদিকে আফগানরা প্রথম ম্যাচ জিতে চ্যালেঞ্জ দিয়ে রাখলো বাকি দলগুলোকে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন