২১/০৬/২০২৫, ২২:৩৭ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২২:৩৭ অপরাহ্ণ

উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে মাস্ক পরার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

কোভিড-১৯’র নতুন ভ্যারিয়েন্ট জেএন.১’র সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশের জনগণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিশেষ করোনা বার্তায় জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে জেএন.১ ভ্যারিয়েন্টের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। এই প্রেক্ষাপটে, ঝুঁকিপূর্ণ এলাকা যেমন হাসপাতাল, ক্লিনিক, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তিদের জন্য মাস্ক ব্যবহার এখন সময়োচিত ও প্রয়োজনীয়।

বার্তায় আরও বলা হয়, ঝুঁকিপূর্ণ ব্যক্তি বিশেষ করে বয়স্ক, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ও প্রতিরোধ ক্ষমতা হ্রাসপ্রাপ্তদের জন্য চতুর্থ ডোজ ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, সার্জারি কিংবা অন্যান্য চিকিৎসার আগে শুধুমাত্র কোভিড-১৯ সংক্রান্ত উপসর্গ থাকলে পরীক্ষার প্রয়োজন হবে বলে জানানো হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২১ হাজার ৭৪২ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের।

পড়ুন : দেশে নতুন করে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন